বাঁশখালী পুকুরিয়াতে বন্য হাতির হামলায় আহত ২, বাড়ির দেয়াল ও ধানের গোলা ভাংচুর

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে নেমে লোকালয়ে প্রবেশ করে একটি বাড়িতে হামলা চালিয়েছে বন্য হাতি। ওই বাড়ির মাটির দেয়াল ও ধানের গোলা  ভেঙে ফেলে বন্য হাতিটি।গত ৩০ শুক্রবার দিবাগত রাত ২টায় দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড এলাকার আমিনের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় বন্য হাতিটি প্রায় ৪০ মিনিট ধরে লোকালয়ে অবস্থান করে এবং বসত ঘরের দেওয়াল ধানের গোলা ভেঙে পাহাড়ের দিকে চলে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির     মালিকের নাম মোহাম্মদ  আমিন ও হাসান।  মোহাম্মদ  আমিনের  মাটির তৈরি দুইটি বাড়ির এক পাশ ও হাসানের গোলা সম্পুর্ন ভাবে ভেঙে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়,হাতিটি প্রথমে পাহাড় থেকে নেমে লোকালয়ে আসে। এর পর আমিনের বাড়িতে ধানের লোভে হামলা চালায়। ক্ষতি গ্রস্ত বাড়ির মোহাম্মদ আমিন জানান, হাতির হামলার সময় তাঁর স্ত্রী এবং তাঁর সন্তান বাড়ির ভেতরে ছিল।বন্য হাতিটি মাটির দেয়াল আঘাত করে  দেয়াল ভেঙে ভেতরে থাকা দুই বছরের শিশু সন্তান কে টেনে বের করার সময় মোহাম্মদ আমিন( ৪৫) ও (২ বছরের) শিশুটি মারাত্মক আহত করে, হাতির আক্রমণ থেকে কোন মতে ছেলেটিকে ছিনিয়ে নিয়ে বাড়ির অপর পাশের দরজা খুলে পালিয়ে রক্ষা পান, এর পর  বন্য হাতিটি একটি ধানের গোলা ভেঙে ফেলে। বর্তমানে মোহাম্মদ আমিন আনোয়ারা উপজেলা হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় আছেন,বাঁশখালী বন বিভাগের  কালীপুর রেঞ্জের বন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে হাতির উপদ্রব বেড়েছে।  লোকালয়ে প্রবেশ করে হামলার ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ