বাঁশখালীর ইলশা গ্রামে পুলিশের উপর হামলা, আহত ৩, গ্রেপ্তার ১

মোহাম্মদ এরশাদঃ
বাশঁখালীর ৪ নং বাহারচড়া ইউনিয়ন মধ্যম ইলশা গ্রামে আসামী ধরতে গিয়ে ৩ জন  পুলিশ সদস্য কে আহত করে দিদার ডাকাত ও তার দলবল।গত ১৪ ই জুন শুক্রবার অনুমানিক রাত ১০ টার সময় এ ঘটনা ঘটে।

গুপন সুত্রে তারা জানতে পারে দিদার ডাকাত জসিমের ঘরে অবস্থান করে,।পুলিশ সেখানে পোঁছালে, পুলিশের উপস্তিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে পেলে,এমন অবস্তায় দিদার ডাকাতের সহযোগী আলম ,রুবেল,দানু মিয়া ও বাদশা সহ দিদার ডাকাতকে চিনিয়ে নেওয়ার উদ্দেশ্য পুলিশকে লক্ষ করে ইট কনক্রিট মারতে থাকে, এছাড়াও অতর্কিতভাবে পুলিশ সদস্যের মাথায় লাঠি দিয়ে আঘাত করে  এবং মেয়েরা সহ পুলিশের সাথে হাতাহাতি করে,এতে কয়েকজন পুলিশ গুরুতর আহত হয়।পরিস্থিতি  খুব খারাপ হলে পুলিশ কোন  উপায় না পেয়ে ৪ রাউন্ড গুলি ছুড়ে, অবশেষে এলাকার কিছু মানুষের সহযোগিতায় তারা দিদার ডাকাতকে ধরতে সক্ষম হয়।

এব্যাপারে বহারচরা ফাড়ির ইনচার্জ রফিকুল হাসান বলেন আমরা দিদার ডাকাত কে ধরার জন্য রাত ১০টার সময় অভিযান চালালে রহিম নামের একজন আসামী কে গ্রেপ্তার করি কিন্তু তার স্ত্রী ও অন্যান্য সহযোগীরা  আমাদের পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে রহিম কে পালিয়ে যেতে সহযোগিতা করে।তিনি আরো জানান দীর্ঘ ২ ঘন্টা যুদ্ধের পর দিদার ডাকাত কে তারা আটক করেন।বর্তমানে দিদার ডাকাত বাঁশখালী থানায় আছে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ