কায়রোতে দাফন সম্পন্ন মুরসির

বি,এন ডেস্কঃ
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে মঙ্গলবার কায়রোর পূর্বাঞ্চলে দাফন করা হয়েছে। তিনি আদালতে পড়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করার একদিন পর তাকে দাফন করা হলো। তার এক আইনজীবী একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মুরসির আইনজীবী আবদাল মোনাইম আবদাল মাকসুদ জানান, কায়রোর পূর্বাঞ্চলীয় মাদিনাত নসরে মুরসিকে দাফন করা হয়। এ সময় সেখানে তার পরিবার উপস্থিত ছিল। তোরা কারাগার হাসপাতালে তার জানাজা নামাজ পড়া হয়। সেখানে সোমবার তাকে মৃত ঘোষণা করা হয়।
মিশরের 'আরব বসন্ত' নামে খ্যাত সরকারবিরোধী বিক্ষোভের পর ২০১২ সালে যে নির্বাচন হয়েছিল তার মাধ্যমে মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের নেতা এবং মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট।
কিন্তু এক বছর পরই ২০১৩ সালে মুরসির বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয় এবং সেনাবাহিনী মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে।
তখন থেকেই মুরসি কারাগারে বন্দী ছিলেন। মুরসি ক্ষমতাচ্যুত হবার পর মিশরের কর্তৃপক্ষ তার সমর্থক এবং মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে।
মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের নেতা হন আবদুল ফাত্তাহ আল-সিসি, যিনি এখন মিশরের প্রেসিডেন্ট।
ইত্তেফাক/এসআর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ