বাঁশখালীতে পরিবহন নৈরাজ্য নিরসনের দাবীতে ''পরিকল্পিত বাঁশখালী নাগরিক ঐক্য পরিষদের যাত্রা''

জাহেদুল ইসলাম মিরাজঃ
চট্রগ্রামের বাঁশখালী উপজেলায় যাত্রী হয়রানির প্রতিবাদে এক আলোচনা সমাবেশ সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালীর বাসমালিক সমিতির স্বেচ্ছাচারী সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানির প্রতিবাদের দাবিতে আলোচনা সমাবেশ করেছে ''পরিকল্পিত বাঁশখালী নাগরিক ঐক্য পরিষদ'' । শুক্রবার বিকাল ৩টায় বাঁশখালী উপজলার গুণাগরী পানি উন্নয়ন বোর্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ আলোচনা সভায়  বাঁশখালী উপজলার অভ্যন্তরীণ বিভিন্ন শিক্ষিত সমাজ,বাঁশখালীর  প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সিনিয়র ব্যাক্তিগণ এতে অংশ নেন।

আলোচনা সভাই বক্তারা বলেন- বাঁশখালীর অভ্যন্তরীণ সব সড়কের সঠিক ভাড়া আদায়ের দাবিতে আমাদের এই আলোচনা সমাবেশ। বক্তারা আরো বলেন, আমাদের বাঁশখালীতে সব সময় দেখা যায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়, সাধারণ যাত্রীদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণের বৈষম্যের  কথাও তুলে ধরেন।

গুণাগরী পানি উন্নয়ন বোর্ড চত্বরে  আলোচনায় উপস্হিত ছিলেনঃ-
ইয়াসিন আরফাত,নাঈম উদ্দিন, মোঃ সাঈদুল ইসলাম (বিএমএসএফ সাংগঠনিক সম্পাদক), সাইদুল আলম,(প্রকাশক একুশে মিডিয়া) মনসুরুল আলম,(প্রকাশক বাঁশখালী নিউজ) মোহাম্মদ এরশাদ (দৈনিক আলোকিত সকাল), জাহেদুল ইসলাম মিরাজ (দৈনিক ভোরের ডাক), তৌহিদুল ইসলাম, মোঃ শাহিদুল হক চৌধুরী, মোঃ খোরশেদ আবু বক্কর সিদ্দিক, মাহমুদুল ইসলাম, রকশেদ খান, মোহাম্মদ কায়সার, মোসলিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, শাহরিয়ার মামুন, ইয়াসিন আরাফাত, নারায়ণ ধর,রবিউল হোসেন, মোঃ আলমগীর, মো: ইমন, মো: হাসান।

আলোচনা সভায় উপস্থিতির সম্মতিক্রমে সকলে অঙ্গীকারবদ্ধ। ঐক্যবদ্ধ হয়ে পরিবাহন নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, নৈরাজ্য থেকে মুক্তি না হওয়ার আগ পর্যন্ত।

সকলের প্রতি ঐক্য পারিষদের অনুরোধ ''ঐক্য হোউন পরিবহন নৈরাজ্যের বিরুদ্ধে''

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ