আনোয়ারাতে মমতা'র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি আযান ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আনোয়ারা নিজস্ব সংবাদদাতাঃ 
আজ ২৫ এপ্রিল পিকেএসএফ এর সহায়তায় মমতা'র বাস্তবায়নাধীন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় আনোয়ারা উপজেলায় আযান ও জাতীয় সংগীত প্রতিযোগিতা এবং আলোচনা সভা,পুরস্কার বিতরণী অনুষ্ঠান বারখাইন জামিয়া জুমহুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে,
বারখাইন জামিয়া জুমহুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার পিন্সিপাল আলহাজ্ব মাওলানা আবদুল খালেদ শওফীর সভাপতিত্বে, মাষ্টার মুহাম্মদ  ইয়াকুব আলী ও মাষ্টার মুহাম্মদ ওসমান গণির সঞ্চালনায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে উক্ত প্রতিযোগীতা আরম্ভ হয়
, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মমতা'র সাংষ্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি সংগঠক সিফাত কবির খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য মমতা চাতুরী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সেলিম উদ্দিন, এরিয়া ব্যবস্থাপক মোঃ নুরুল আমিন, বাঁশখালী ক্রিকেট ও আনোয়ারা মহিলা ফুটবল একাডেমির পরিচালক সাংবাদিক মোঃ এরশাদ,শিরিন মাসুদ গ্রামর স্কুলের প্রতিষ্ঠাত ও আয়োজিত প্রতিযোগীতার সম্মানিত বিচারক মোহাম্মদ মাহমুদুল হক,
এতে আরো উপস্থিত ছিলেন  ক্রেডিট অফিসার মোঃ মোসস্তাফিজুর রহমান, উক্ত প্রতিযোগীতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,বারখাইন জামিয়া জুমহুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্মানিত শিক্ষক আলহাজ্ব জাহাঙ্গীর আলম আল- কাদেরী, মাওলানা আবদুল আজিজ প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,
আযান প্রতিযোগীতার  ১ম স্থন অধিকার করেন, মুহাম্মদ গোলাম মহিউদ্দিন ( ১০ ম শ্রেণী), ২য় স্থন অধিকার করেন, মুহাম্মদ জয়নাল আবেদিন( ৯ ম শ্রেণী) ৩য় স্থন অধিকার করেন,
মুহাম্মদ নেজাম উদ্দীন (৮ম শ্রেণী),

জাতীয় সংগীত প্রতিযোগীতার ১ম স্থন অধিকার করেন,জয়নাল আবেদিন ( ৯ ম শ্রেণী) ২য় স্থন অধিকার করেন,আবদুল মহিদ ( ১০ ম শ্রেণী) ৩য় স্থন অধিকার করেন, মোঃ ফারুক হোসাইন (১০ ম শ্রেণী)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ