পূর্ব লন্ডনে মুসল্লির ওপর হামলার চেষ্টা

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক মুসল্লির ওপর হামলার চেষ্টা হয়েছে। গতকাল শুক্রবার দুর্বৃত্তদের হাতুড়ির আঘাতে এক মুসল্লির মাথা ফেটে যায়। হামলার শিকার ব্যক্তি জুমার নামাজ আদায়ে মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় শুক্রবার স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে আতঙ্কে ছিলেন যুক্তরাজ্যের মুসলিমরা। মসজিদে মসজিদে ছিল পুলিশের বিশেষ নিরাপত্তা। এমন সতর্ক পরিস্থিতেই ওই হামলার ঘটনা ঘটল।
পূর্ব লন্ডনে হোয়াইটচাপেল এলাকায় বাংলাদেশিদের পরিচালিত ইস্ট লন্ডন মসজিদের কাছেই ক্যানন স্ট্রিটে ওই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নীল রঙের একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি থেকে তিন শ্বেতাঙ্গ যুবক মসজিদগামী ব্যক্তিদের উদ্দেশ করে ‘সন্ত্রাসী’ বলে চিৎকার করতে থাকে। একপর্যায়ে তিন দুর্বৃত্ত গাড়ি থেকে নেমে হাতুড়ি দিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায়। আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা গাড়িতে উঠে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৭ বছর বয়সী একজনের মাথা ফেটে গেছে। তবে সেটি গুরুতর নয়। আক্রান্ত ব্যক্তি এশিয়ান বলে উল্লেখ করে পুলিশ। পুলিশ জানায়, হামলাকারী ছিল তিনজন। তারা শ্বেতাঙ্গ এবং তাদের বয়স ২০ এর মধ্যে বলে ধারণা। হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
একইদিন সাউথহল শহরের আবু বকর মসজিদের দরজায় একটি জ্বলন্ত রাগ (জুতা) নিক্ষেপ করে দুর্বৃত্তরা। জুতাটি পেট্রল দিয়ে ভেজানো ছিল।
শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে মুসলিমদের সঙ্গে একাত্মতা পোষণ করতে হাজির হয়েছিলেন বিভিন্ন ধর্মীয় নেতা এবং রাজনীতিকেরা। তাঁরা ইসলাম বিদ্বেষ রুখে দাঁড়ানোর পাশাপাশি যে কোনো ধরনের বর্ণবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।
/প্রথম আলো!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ