নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রপতির শোক ও নিন্দা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে জুমার নামাযের সময় ঢুকে নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ। আজ শুক্রবার এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতি শোক বার্তায় বলেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা এই জঘন্য সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই।’
রাষ্ট্রপতি এ ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
জানা যায়, নিউল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলা চালায়। এতে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশী ৩জনসহ অন্তত ৪৯ জন নিহত এবং ৪৮ জন গুরুতর আহত হয়েছেন। নৃশংস এই ঘটনায় সারা বিশ্বে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ