ফেসবুক ব্যবহারে বিভ্রাট

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে সমস্যায় পড়েছেন এর ব্যবহারকারীরা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীরা বুধবার রাত থেকেই ফেসবুকের ওয়েব সাইটে লগইন করতে পারছেন না। অনেক ক্ষেত্রে লগইন করা গেলেও ব্যবহারকারীরা ফেসবুক ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার ও ফাইল আপলোড করতে পারছেন না।

শুধু ফেসবুক নয়। ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহারেও ঝক্কি পোহাতে হচ্ছে এর ব্যবহারকারীদের। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সমস্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি কিংবা জানা গেলেও কর্তৃপক্ষ বিষয়টি সাধারণ মানুষদের সামনে আনতে চাচ্ছে না।

বিবিসিতে প্রকাশিত ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফেসবুকসহ ফেসবুকের অন্যান্য অ্যাপ ব্যবহারে অনেকেই সমস্যায় পড়ছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে।’ ওই বিবৃতিতে বলা হয়, সমস্যার দ্রুত সমাধানে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ