জুয়েল রানাকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রেস বিজ্ঞপ্তি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা অধীন বেতবুনিয়া মডেল ইউনিয়নের ডাকবাংলো গ্রামের মোঃ জুয়েল রানা (জীবন) (৩০) দু'টি কিডনি বিকল হয়ে গেছে। বর্তমানে তিনি টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।

মানুষ মানুষের জন্য।মানুষের একটু সহযোগীতা বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ,একটি পরিবার ও একটি জাতিকে।
তার সুস্থ্যতার জন্য বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন পরিবারের সদস্যরা। উপজেলার বেতবুনিয়ার ডাকবাংলো গ্রামের মুহাম্মদ আবু মুসার ছেলে জুয়েল রানা জীবন (৩০) পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসা ও মাঠের জমিতে ফসল ফলিয়ে বেশ ভালোই চলত তার সংসার জীবন। বিগত ৮মাস আগে তিনি জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহন করেন। অসুস্থ্যতার কারণে তার ব্যবসা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতির মধ্যে গত ২ মাস পূর্বে তিনি পুনরায় মারাত্মক অসুস্থ্যবোধ করেন। স্বজনরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান তাকে।চিকিৎসকরা নানা পরীক্ষা নিরীক্ষা শেষে জানান, তার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে।এরপর ছুটে যান জমি জমা বিক্রি করে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া। হাসপাতালে ডাক্তারর সিএমসি ভেলোর এর কিডনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।জুয়েল রানা জীবনের স্বজনরা জানান, চিকিৎসকরা বলেছেন তাকে বাঁচিয়ে রাখতে হলে জরুরী ভিত্তিতে একটি কিডনি সংযোজন করতে হবে। অথবা প্রতি সপ্তাহে ২ থেকে ৩ বার ডায়ালাইসিস করতে হবে। একবার ডায়ালাইসিস করতে হলে সবমিলিয়ে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হচ্ছে।গত ২ মাসে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়ে গেছে। বর্তমানে তাদের পক্ষে টাকা যোগাড় করা একেবারেই অসম্ভব হয়ে উঠেছে। জুয়েল রানা জীবনের এক ছেলে যার বয়স মাত্র ৮মাস।।তার পরিবারেরর পক্ষ থেকে তার বাবা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার ছেলেকে নিয়ে অনেক আশা ছিল  মানুষের মতো মানুষ হবে। বড় হয়ে বাবাকে সাহায্য করবো। কিন্তু সব কিছুই যেন এখন এলোমেলো হয়ে যাচ্ছে। জীবনকে সুস্থ্য অবস্থায় দেখতে মা বাবা পাগল প্রায়। প্রসঙ্গত, এক সময়ের গরীবের বন্ধু বলে এলাকায় পরিচিত সদা হাস্যোজ্জ্বল জুয়েল রানা জীবন সুন্দর এই পৃথিবীতে বাঁচতে চাই। তাকে সুস্থ্য করে তুলতে অনেক টাকার প্রয়োজন। সমাজে অনেক দানশীল ব্যক্তি আছেন, যাদের একটু সহযোগিতা পেলে হয়ত তিনি আবার সকলের মাঝে সুস্থ্য হয়ে ফিরে আসতে পারবেন। তাই অসহায় জুয়েল রানা জীবনের স্বজনরা সমাজের বৃত্তবানদের নিকট মানবিক সাহায্যের আবেদন করেছেন। যোগাযোগের ঠিকানা-মোবাইল-মুহাম্মদ তহিদ রোগীর ছোট ভাই।০১৮৬৪২৬০৬৮৭(বিকাশ)
সরাসরি যোগাযোগের মাধ্যমে এগিয়ে আসার অনুরোধ রইল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ