বাংলাদেশের মেয়ে আনিশা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রেসিডেন্ট

জে এম নাঈম হাসানঃ পৃথিবীখ্যাত ইংল্যান্ডের 
 অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট  ইউনিয়নের সভাপতি হলেন ভোলা চরফ্যাশনের  মেয়ে আনিশা ফারুক।

দেশ তথা ভোলাবাসির মুখ উজ্জ্বল করায়
  ভোলাস্থ চরফ্যাশন ছাত্র ফোরাম  এর পক্ষ থেকে  শুভেচ্ছা ও অভিনন্দন!

 চরফ্যাশন শরিফপাড়ার নুরুলইসলাম বাচ্চু সাহেবের ছোট ভাই মেজর ফারুক সাহেবের সুযোগ্য কন্যা।
প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন ভোলার মেয়ে আনিশা ফারুক।

পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে দেশ তথা ভোলাবাসির মুখ উজ্জ্বল করায়
 ভোলা-চরফ্যাশন বাসির পক্ষ থেকে চরফ্যাশনের মেয়ে আনিশা ফারুখকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পত্রিকা অক্সফোর্ড স্টুডেন্ট জানিয়েছে, তিন ধাপের নির্বাচনের পর বৃহস্পতিবার সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে এ ফলাফল ঘোষণা করা হয়।

গত (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।তিন দফায় অনুষ্ঠিত ছাত্রদের প্রতিনিধিত্বশীল এই সংগঠনে চুড়ান্ত পর্বে ১৫২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনিশা ফারুক। এতে ৪৭৯২ জন ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন।

এই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কোনো শিক্ষার্থী অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের নেতৃত্বে এলেন।

তৃতীয় বর্ষের ছাত্রী আনিশা এর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি লেবার ক্লাবের কো চেয়ার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। অক্সফোর্ড স্টুডেন্ট পত্রিকার প্রধান সম্পাদক পদেও ছিলেন এক সময়। 

আনিশার বাবা ফারুক আহামেদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তাদের গ্রামের বাড়ি ভোলার চর ফ্যাশনে।

উচ্ছ্বসিত ফারুক ন  মেয়ের সাফল্যের খবর জানিয়ে সবার দোয়া চেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ