অগ্নিশিখা


হাফেজ মুহাম্মদ জুবাইর হোসাইন

ইচ্ছে করে কেঁদে বুক ভাসায় জল এসে থমকে যায় দু চোঁখের কোণায়।

ছেলে হারা বাবা মেয়ে হারা মা,স্বামী হারা স্ত্রী আর স্ত্রী হারা স্বামী,শুধু তারাই জানে তাদের কাছে কতোটা ছিলো দামি।

কতো ছেলে/মেয়ে কেঁদে বুক ভাসায় হারিয়ে তাদের স্বজন,আজও আমরা আছি লাশের পাশে খুজে নিতে রক্তের বাঁধণ।

অগ্নিশিখা তুমি বড়ই নির্মম কেড়ে নাও বোকের ধন,শুধুই কেঁদে উঠে আমার এই মন।

জানি তারা আর ফিরবে না আমাদের মাঝে,তবুও আশা নিয়ে বুকে দাঁড়িয়ে আছি লাশের পাশে।

দোয়া করি দু হাত তোলে মহান প্রভুর দরবারেতে,শহীদের মর্যাদা নিয়ে যেনো বেঁচে থাকে পরম সুখের ঘর জান্নাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ