এক নারী ভারোত্তোলককে ধর্ষণ করা হয়েছে বলে গত সেপ্টেম্বরে অভিযোগ উঠেছিল। আর ওই অভিযুক্ত ব্যক্তি ছিল খোদ ফেডারেশনের এক অফিস সহকারী। সেই থেকে বিভিন্ন মহল অভিযুক্ত ব্যক্তির গ্রেফতার দাবি করে আসছিল। অবশেষে সোহাগ আলী গ্রেফতার হয়েছেন।
জানা যায়, ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন জাতীয় ক্লাব ভারোত্তোলনে সোনাজয়ী ওই নারী ভারোত্তোলক। তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
গেল সোমবার রাতে নেত্রকোনার কেন্দুয়া থেকে সোহাগকে গ্রেফতার করে তেজগাঁওয়ের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পুলিশ। মঙ্গলবার ঢাকার সিএমএম কোর্টে তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
জানা যায়, ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন জাতীয় ক্লাব ভারোত্তোলনে সোনাজয়ী ওই নারী ভারোত্তোলক। তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
গেল সোমবার রাতে নেত্রকোনার কেন্দুয়া থেকে সোহাগকে গ্রেফতার করে তেজগাঁওয়ের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পুলিশ। মঙ্গলবার ঢাকার সিএমএম কোর্টে তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
এর আগে আইন ও সালিস কেন্দ্রের সহায়তায় গেল
২৯ নভেম্বর পল্টন থানায় মামলা করেন ভুক্তভোগী ওই ভারোত্তোলকের মা। ওই সময়
দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
ডেইলি বাংলাদেশ/জেডআর
0 মন্তব্যসমূহ