তথ্য প্রযুক্তি আইনে যুবক গ্রেপ্তার বাঁশখালীতে

বি,এন ডেস্কঃ
বাঁশখালীতে ডিজিটাল নিরাপত্তা আইনে জাহেদুল ইসলাম (২০) নামের এক যুবক র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। এই ব্যাপারে র‌্যাব-৭ এ দায়িত্বরত বিজিবি, ডিএডি মো. মনিরুজ্জামান বাদি হয়ে গত ২৮ জানুয়ারি বাঁশখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, শেখেরখীল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নয়া পাড়ার কালু বাপের বাড়ির মোহাম্মদ ইসহাকের ছেলে জাহেদুল ইসলাম (২০) ফেসবুকে সরকার বিরোধী বিভিন্ন কুৎসা ও উসকানিমূলক বিভিন্ন রকমের পোস্ট তার আইডি থেকে গত ২৮ ডিসেম্বর, ১১ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ১৪ জানুয়ারি প্রচার করেন। এই পোস্টগুলোতে ভাবমূর্তি ক্ষুণœ হওয়ায় গত ২৭ জানুয়ারি শেখেরখিল থেকে জাহেদুল ইসলামকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন বলেন, সরকার বিরোধী বিভিন্ন কর্মকা-ের সাথে জড়িত থাকায় র‌্যাব-৭ জাহেদকে গ্রেপ্তার করা করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ফেসবুক আইডিতে বিভিন্ন রকম কটূক্তিমূলক লেখনির দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ