মেরিডিয়ান বিজয় দিবস ক্রিকেটে বন্দর স্পোর্টস কমপ্লেক্স চ্যাম্পিয়ন

মোহাম্মদ এরশাদঃ
নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় মেরিডিয়ান বিজয় দিবস অনুর্ধ্ব ১৫ ক্রিকেট লিগের ২৬ তম আসরে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স চ্যাম্পিয়ন হয়েছে। বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ১১ রানে ছলিমপুর ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। টসে জিতে বন্দর ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান করে। আনান ২৫, মাহবুব ১৭, সোহান ১৬ রান করেন। ছলিমপুর একাডেমির সৌরভ ৪ ও মিরাজ ২০ রানে ৩টি করে উইকেট নেন। জবাবে ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৯২ রান করে ছলিমপুর একাডেমি। সৌরভ ২৬, তৌহিদ অপ: ১৭ ও আবিদ ১৭ রান করে। বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ইমতিয়াজ ১৯ রানে ৩টি উইকেট নেন। বিজিত দলের সৌরভ অলরাউন্ড নৈপূন্যের জন্য ম্যাচ সেরা ও শ্রেষ্ঠ ব্যাটসম্যানও নির্বাচিত হন। শ্রেষ্ঠ বোলার নির্বাচিত হন বন্দর একাডেমির সাকিব। ফেয়ার প্লে টফি পায় আবর্তন গোষ্ঠী।
খেলা শেষে চট্টগ্রাম বন্দরের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) এবং যুগ্ম সচিব মো. জাফর আলম খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্লাবের সাধারণ সম্পাদক এরফানুল ইসলাম খান লাবুর অনুষ্ঠান পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন ও এলিট পেইন্টের ডিরেক্টর রাবেজ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন এস, এম সিরাজ, বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক গোলাম মর্তুজা ও বন্দর কর্তৃপক্ষের আব্দুল হামিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. তৌফিকুল ইসলাম বাবু ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহ পরান নিশান। এতে আরো উপস্থিত ছিলেন বন্দর কমপ্লেক্সের হেড কোচ আফতাব আহমেদ, কমপ্লেক্সের মো. ফারুক ও সহকারি কোচ রাশেদ খান এবং সুলতান মাহামুদ খান শাহীন, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোহাম্মদ ফারুক টিটো, যুগ্ম সম্পাদক আইনুল কবির জিতু, সাইফুর রহমান সামু এবং ক্লাবের সাবেক সম্পাদক যাহেদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ