বাঁশখালীতে ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও প্রতিনিধিদল

বি,এন ডেস্কঃ
বাঁশখালীর শেখেরখীলে ইপসা কর্তৃক বাস্তবায়িত গৃহনির্মাণ ও গভীর নলকূপ স্থাপন কার্যক্রম এলাকা পরিদর্শনে আসেন এনজিও ব্যুরোর মহাপরিচালক আবদুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারসহ হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইপসার প্রতিনিধি দল। ১৮ জানুয়ারি সকালে প্রতিনিধি দলের সদস্যরা শেখেরখীলে পৌঁছলে তাদের ইপসা কর্মকর্তারা ও শেখেরখীলের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিনসহ পরিষদের সদস্যরা স্বাগত জানান। পরে প্রতিনিধিদলের সদস্যরা শেখেরখীল পরিষদ সংলগ্ন সাজেদা আক্তার নামে এক উপকারভোগীর বাড়ি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং হ্যাবিট্যাট ফর হিউম্যানেটি ইন্টারন্যালনাল কোরিয়া ও বাংলাদেশের সহযোগিতায় ইপসা কর্তৃক বাস্তবায়িত টি শেল্টার নির্মাণ কার্যক্রম ও এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, হ্যাবিট্যাট ফর হিউম্যানেটি ইন্টারন্যালনাল বাংলাদেশের কান্টি ডিরেক্টর মি. জন আমস্ট্রং, ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, পরিচালক পলাশ কুমার চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, শেখেরখীলের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, হ্যাবিট্যাট এর মো. আশরাফুল আলম, ইপসার প্রজেক্ট কো-অর্র্র্ডিনেটর কল্যাণ বড়–য়া, ইপসার কর্মকর্তা মুরশেদুল হক প্রমুখ। উল্লেখ্য, শেখেরখীলে ইপসা ৪২টি ঘর ও ৮টি নলকূপ স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করে।
সুত্রঃদৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ