মোহাম্মদ এরশাদঃ
বৈলগাঁও ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত (২য় বারের মত) শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট "বৈলগাঁও প্রিমিয়ার লীগ" বিপিএল-১৯ এর সেমিফাইনাল ম্যাচ সম্পন্ন। বাঁশখালী, বৈলগাঁও দমদমা দিঘীর পশ্চিম পাড়স্থ, বৈলাগাঁও নতুন মসজিদ সংলগ্ন মাঠে সেমিফাইনাল ম্যাচ ২টি সম্পন্ন হয়। উক্ত ম্যাচ শেষে অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্টিত হয়! বিপিএল টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক ছমিউদ্দিন রুবেলের সঞ্চালনায় বাঁশখালী অঙ্গীকার ক্লাবের সাবেক সভাপতি জনাব এম. দিলদার এইচ. রানা'র সভাপতিত্বে, খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক, জনাব আব্বাস উদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন বাঁশখালী অঙ্গীকার ক্লাবের উপদেষ্টা জনাব মাহমুদুল ইসলাম এবং জাবেদ হোসেন। বাঁশখালী অনুপ্রেরণা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসাইন। বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজ সেবক, অব্দুর রহিম পারভেজ, বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, এইচ এম হামিদ। ক্রিড়া কমিটির সদস্য-সচিব এম এনাম খাঁন, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক মিয়া সহ আরো অনেকে। ১ম সেমিফাইনাল খেলায় বঙ্গবন্ধু পরিষদ বনাম পুকুরিয়া যুবনিশান স্পোটিং ক্লাব ক্রিকেট একাদশ। যুবনিশানকে ২ উইকেটে পরাজিত করে বঙ্গবন্ধু পরিষদ ফায়নালে উঠে যায়! যুবনিশান প্রথমে ব্যাট করে ৬৭রান সংগ্রহ করেন। বঙ্গবন্ধু পরিষদের তৌহিদের ২৫রানে ভর করে পরিষদ জয় নিশ্চিত করেন। খেলায় ব্যাটিং নৈপুন্যের জন্য, ম্যান অব দ্যা ম্যাচ হন বঙ্গবন্ধু পরিষদের তৌহিদুল ইসলাম। ২য় সেমিফাইনাল ম্যাচে মোকাবেলা করেন বি.বি একাদশ বনাম নাটমুড়া ক্রিকেট একাদশ। বিবি একাদশ প্রথমে ব্যাট করে তোহিদের ব্যাটে ভর করে ৯৭রান সংগ্রহ করেন! তৌহিদের ব্যাট থেকে আসে ৩৫ রান। জাবাবে নাটমুড়া ১ টি উইকেট হারিয়ে হুমায়নের ৩৫রানের উপর ভর করে কাঙ্খিত লক্ষে পোছে যান, নাটমুড়া চউইকেটের বিনিময়ে জয় লাভ করেন, ম্যান অব দ্যা ম্যাচ হন হুমায়ন।
0 মন্তব্যসমূহ