বাহারছড়া ও সাধনপুরে মোস্তাফিজুর রহমানের সমর্থনে গণসংযোগ

মোহাম্মদ এরশাদঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে মহাজোটের একক মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বাহারছড়া ও সাধনপুরে গণসংযোগকালে বাঁশখালীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান । বাহারছড়ার মোশারফ আলী মিয়াজী বাজার, বশির উল্লাহ বাজার, রত্নপুর, ইলশা,সহ বিভিন্ন স্থানে গনসংযোগকালে তিনি একথা বলেন। এ সময় প্রবীন আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, মোস্তাক আলী চেীধুরী টিপু, চেয়ারম্যান তাজুল ইসলাম, বখতেয়ার উদ্দিন চৌধুরী করিমসহ দলের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । এদিকে বাঁশখালী সাধনপুর ইউনিয়নে আওয়ামীলীগ ও মহাজোটের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও পথসভা বাণীগ্রাম বাজার প্রাঙ্গণে সংগঠনের সভাপতি আমান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মহাজোট ও নৌকার প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম। বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহফুজুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর,বক্তব্য রাখেন, সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ গালিব, চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন সুমন, সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী, সালাহ উদ্দিন কামাল, ছাদুর রশিদ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রেমানন্দ চৌধুরী, ফেরদৌসুল হক (মেম্বার), সালাহ উদ্দিন সাকিব, আবু রাশেদ মনির, মামুনুর রশিদ, দেলোয়ার হোসেন, কায়েস সরওয়ার সুমন, ফয়সাল জামিল চৌঃ সাকি, সাইফুল আজম, কায়সার আলম মুন্না, দীপংকর দে, নুরুল আজম প্রমুখ। মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে দেশ আজ উন্নয়নের রোড মডেল। তারই ধারাবাহিকতায় বাঁশখালীতে বিগত ৫ বছরে বারশ কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে। তিনি আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বাঁশখালীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার আহবান জানান।
এসময় তিনি সাধনপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় পায়ে হেটে গণসংযোগ করেন। নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মা-বোনদের সাথে নিয়ে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ