সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ‘ফ্যাশন ফর লাইফ’ সিজন- ফোর অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃ সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ‘ফ্যাশন ফর লাইফ’ সিজন- ফোর জমকালো ফ্যাশন প্যারেড, নৃত্য গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন ফর লাইফ’ শিরোনামে ব্যতিক্রমি আয়োজন।

বুধবার (২৮ নভেম্বর) রাতে নগরীর শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে এই ফ্যাশন বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকার প্রায় অর্ধ শতাধিক পথ শিশু ঢাকা ও চট্টগ্রামের নামি ও প্রতিষ্ঠিত মডেলদের সাথে নানা ক্যাটওয়াক ও নৃত্যে অংশগ্রহণ করে।

এসব শিশুদের কারো বাবা নেই, কারো মা নেই, কারো আবার কেউই নেই। কেউ ঘুরে বেড়ায় পথে পথে, কেউ বা শিশু শ্রমিকের কাজ করে, আবার কেউ পথশিশুদের বিভিন্ন স্কুলে পড়াশোনা করে। সমাজের মূল স্রোতধারার সাথে যাদের তফাৎ আকাশ পাতাল। কিন্তু ফ্যাশন ফর লাইফ অনুষ্ঠানে এসে পাল্টে গেছে এদের চিন্তার জগৎ। সমাজের মূল স্রোতের মডেল-শিল্পীদের সাথে এক হয়ে ক্যাটওয়াকে হেঁটেছে এসব শিশুরা। নৃত্য, গানসহ নানা পরিবেশনায় অংশ নিয়েছে। সমাজের অধিকার বঞ্চিত, অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভিন্নধর্মী এই অনুষ্ঠান চট্টগ্রামে এবার চতুর্থবারের মতো আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসাইন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমি, অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, ফ্যাশন ফর লাইফের উপদেষ্টা রওশন আরা চৌধুরী, সদরঘাট থানার ওসি (তদন্ত) রুহুল আমিন, হাইড আউট থিম পার্কের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের সভাপতি মাসফিক আহমেদ রুশাদ, ভাইস প্রেসিডেন্ট ও বাঁশখালী ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী (মিজান), ট্রেজারার আবু বকর শাহেদ, নগর ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট লুৎফুল আহসান শাহ, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

এছাড়াও ফ্যাশন ফর লাইফের কো ফাউন্ডার শিহাব সগির, আনিস ওয়ারেসি, আজহার মাহমুদ, মহিউদ্দিন মাসুম, নাভেদদ আনজুমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিরোন্দাজ ব্যান্ডের শান শাহেদ, মিরাক্কেলের আরমান, ফোক শিল্পি ইমরান হোসাইন, অভিনেতা ইমতু রাটিশ, রানী আহাদ, এফ এ রিফাত ছাড়াও অপরাজেয় বাংলাদেশ, স্পৃহা, নৃত্যভূমি, চুয়েটের সাংস্কৃতিক দল জয়োধ্বোনি, গানের ভুবন বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।

ফ্যাশন ক্যাটওয়াকের কোরিওগ্রাফি করেন কোরিওগ্রাফার তুষার হোসেন।

অনুষ্ঠানে সহযোগীতায় ছিলো জেসিআই চট্টগ্রাম মেট্টোপলিটন, হোটেল সাফিনা, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতার, অসীম এন্টারপ্রাইজ, ব্লু- মুন, রওশন'স, গুডলী কমিউনিকেশন, নন্দিতা, উইংস, বিউটি আর্ট, মিল্টন ডেকোরেটার্স, টিম চিটাগাং, লিড বাংলাদেশ।

অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে নতুন জামা, শিক্ষা সহায়তা উপকরণ তুলে দেয়া হয়।

এ কিউ এম মহিউদ্দিনের পরিকল্পনায় ইয়াসির সিলমি ও কাশফিয়া পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ