অন্ধকারে আলোর প্রদীপ"ছনুয়া আইডিয়াল ক্লাবের অায়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

 ছনুয়া আইডিয়াল ক্লাব।বাঁশখালীর প্রান্তিক জনপদ ছনুয়া ইউনিয়নের যুবকদের গড়ে তোলা অরাজনৈতিক সংগঠন।এটি ২০০৯ সালের ৪ই ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠা করা হয়।প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার অসহায়-দুস্থদের জন্য ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে আইডিয়াল ক্লাবের সদস্যরা।২০জন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সম্পন্ন হয় ফ্রি চিকিৎসা সেবার এই প্রোগ্রামটি।প্রোগ্রামের সেবার তালিকায় রয়েছে ২০জন ছেলের খতনার আয়োজন,ঔষধ বিতরণ,নাক-কান,গলা ও চক্ষু চিকিৎসা ইত্যাদি।ছনুয়া আনোয়ারুল উলুম মাদরাসা হলরুমে উক্ত ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.হারুনুর রশীদ,ছনুয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তালুকদার,সমাজসেবক জামাল সাত্তার,আইডিয়াল ক্লাবের সভাপতি নুরুল হোছাইনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। 
সংগঠনের সদস্য মোঃ আবু বকর ফারিন এ প্রতিবেদককে বলেন,"আমাদের সংগঠনের সভাপতি নুরুল হোছাইন ভাই ও সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফলে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন করলাম।"আমাদের সংগঠনের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।আমি এই সংগঠনের একজন সদস্য হতে পেরে গর্বিত।
ছনুয়া আইডিয়াল ক্লাবের আয়ের উৎস কি জানতে চাইলে তিনি বলেন,"আমাদের ক্লাবের সকল সদস্যদের দেওয়া মাসিক চাঁদায় মানবসেবায় নিয়োজিত থাকি।ফ্রি চিকিৎসা ক্যাম্প ছাড়াও ফুটবল,ক্রিকেট টুর্ণামেন্ট,পিকনিক,ঈদ পুনর্মীলনী অনুষ্ঠানের আয়োজন হয়।আমাদের ক্লাবের এই কার্যক্রম আজীবন অব্যাহত রাখব।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ