নিজ উদ্যাগ আর্বজনা পরিষ্কারের দায়িত্ব নিলেন প্রধান শিক্ষিকা

আব্দুল আলীম নোবেলঃ কক্সবাজার বিমান বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ময়লা আর্বজনায় যেন ময়লার ভাগাড়ে পরিনতি হয়েছে। এতে প্রতিদিন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম বেকায়দা। ময়লা আর্বজনার দূর্গন্ধ নানা ধরণের রোগ ব্যাধি ছড়িয়ে পড়তে পারে এমন আশংকাও করছেন সচেতন এলাকাবাসী। এই বিদ্যালয়ে অতীতে একাধিক প্রধান শিক্ষক চলে গেলেও পরিস্কার হয়নি এই আর্বজনার স্তুপ। ২ নভেম্বর সরেজমিনে গিয়ে দখা যায়, বিদ্যালয়ের বন্ধর দিনে সদ্য যোগদান করা প্রধান শিক্ষিকা শাহনাজ ইয়াসমীন নিজ উদ্যাগে ময়লা সরাতে দেখা গেছে। দীর্ঘদিনের ময়লা আর্বজনা সরাতে বেশ কয়কজন শ্রমিকও কাজ করছে। শ্রমিক মনির আহাম্মদ জানান নতুন যোগদান করা ম্যাডাম এই ময়লা আর্বজনা সরিয়ে নিতে আমাদেরকে নিয়ে এসেছে, আসলে এটি খুব ভাল কাজ করছেন ম্যাডাম। ১৯৬৫ সালে স্থাপিত হওয়া এই বিদ্যালয়টিতে এই শহরের প্রাণ কেন্দ্র হলেও নানা কারণে বেকায়দায় রয়েছে। বর্তমান ৫০৩ জন শিক্ষার্থী পড়াশুনা করছে এখানে। প্রধান শিক্ষিকা শাহনাজ ইয়াসমীন জানান, তিনি গত মাসের ১৫ তারিখ এই বিদ্যালয়ে যোগদান করছেন, তিনি এই বিদ্যালয়র শিক্ষার্থীদর ভাল মানের পড়ালেখাসহ নানাভাবে দক্ষ করে তুলতে একনিষ্ট দায়িত্বপালন করবেন। একই সাথে অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির একান্ত সহযাগিতা কামনা করেন তিনি। শাহনাজ ইয়াসমীন গত বছর যেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বচিত হয়ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ