মমতা কালচারাল ইনস্টিটিউট’ এর আয়োজনে আন্তর্জাতিক সাংস্কৃতিক সন্ধ্যা

মোহাম্মদ এরশাদঃ 'শিল্পীর সীমানা হোক সীমাহীন’ এই প্রতিপাদ্যে মমতা কালচারাল ইনস্টিটিউট’র উদ্যোগে ও ভারতীয় সহকারী দূতাবাস, চট্টগ্রাম এর সহযোগিতায় ১০ই অক্টোবর বুধবার জেলা শিল্পকলা একাডেমী, চট্টগ্রাম এর মিলনায়তনে অনুষ্ঠিত হয় “আন্তর্জাতিক সাংস্কৃতিক সন্ধ্যা-২০১৮”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী দূতাবাস, চট্টগ্রাম এর সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী। মমতা’র পরিচালক (আইসিটি, প্রোগ্রাম এন্ড প্রজেক্ট) তৌহিদ আহমেদ এর পরিকল্পনায় ও মমতা কালচারাল ইনস্টিটিউটের সমন্বয়কারী প্রবীর পাল-এর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মমতা কালচারাল ইনস্টিটিউট এর শিল্পীবৃন্দ এবং ভারত হতে আমন্ত্রিত নৃত্য শিল্পী শ্রীমতি সর্বাণী নন্দী, শ্রী রাহুল দেব ও সঙ্গীত শিল্পী শ্রী রাজা হাসান পরিবেশনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের সুশীল সমাজের গন্য-মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ