অধ্যক্ষ ধর্মদর্শী মহাস্থ’বিরের উপস্থিতিতে কাহারঘোনা সংঘরা অভয়তিষ্য কঠিন চীবর দান উৎসব পালিত হয়

 জলদী, ধর্ম-জীবন, সমগ বক্তারা বলেন- ধর্মীয় রীতি নীতি মেনে চললে সমাজে কোন অশান্তি থাকে না

চট্টগ্রামের বাশঁখালীর ৬টি বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দানের প্রথম দিনের কঠিন চীবর দান উৎসব সোমবার (২৯ অক্টোবর) কাহারঘোনা মিসজীতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে অনুষ্টিত হয়।

 দিন ব্যাপী অনুষ্টান সূচিতে ছিল সকালে প্রয়াত সংঘপুরুষদের স্মরণে অষ্টপরিস্কার সহ সংঘদান। বিকালে সদ্ধর্মসভা শীলঘাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ বিদর্শন সাধক রত্নপ্রিয় মহাস্থ’বিরের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষনেরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ধর্মদর্শী মহাস্থ’বির। সংবর্ধেয় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাশঁখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার। অনুষ্টানে সর্দ্ধমদেশক ছিলেন বাশঁখালী পৌরসভা সদরস্ত’ জলদী র্ধমরত্ন বিহার এর অধ্যক্ষ ধর্মপাল মহাস্থ’বির, বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থ’বির, দক্ষিণ জলদী বিবেকারাম বিহার এর অধ্যক্ষ তিলোকানন্দ মহাস্থ’বির, বাঁশখালী কেন্দ্রীয শীলকূপ চৈত্য বিহার এর অধ্যক্ষ দেবমিত্র মহাস্থ’বির। 

উক্ত অনুষ্টানে উদ্বোধনী বক্তব্য রাখেন কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহার এর অধ্যক্ষ মৈত্রীজিৎ থের। প্রধান ধর্মালোচক ছিলেন পূর্নাচার আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান এস. জ্ঞানমিত্র ভিক্ষু। বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক ও দৈনিক আজাদী পত্রিকার বাঁশখালী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া এর সঞ্চালনে আরো ধর্মালোচনা করেন রেবত ভিক্ষু, শাসনপ্রিয় ভিক্ষু, সত্যপ্রিয় বড়ুয়া, মিলন বড়ুয়া, পুলিন বড়ুয়া ,প্রদর্শন বড়ুয়া, রাসেল বড়ুয়া, সুবল বড়ুয়া, মিল্টন বড়ুয়া, ডালিম বড়ুয়া প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ