বাঁশখালীতে ১৭জন মাঝি ও নাইয়া নিয়ে একটি মাছ ধরার নৌকা এখনও নিখোঁজ


মোহাম্মদ এরশাদঃ বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার দক্ষিণ পাড়ার একই গ্রামের ১৭জন মাঝি ও নাইয়া নিয়ে একটি মাছ ধরার নৌকা এখনও নিখোঁজ রয়েছে। গতকাল থেকে এখনও পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। এই দিকে তাদের পরিবার পরিজনদের মধ্যে কান্নার রোল পড়েছে। এলাকায় খবর নিয়ে জানতে পারি, মাছ ধরার ট্রলারটি ঐ এলাকার বাসিন্দা মোঃ
শুক্রর কোম্পানির। ট্রলারটি গত মঙ্গলবার ১৭ জন মাঝি ও নাইয়া নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় গতকাল থেকে ২১ তারিখ সন্ধ্যার মধ্যে এলাকার সব ধরণের মাছ ধরার নৌকা উপকুলে পৌঁছলেও ঐ ট্রলারটি এখনও পৌঁছেনি এবং এখন পর্যন্ত কোথায় আছে তার কোন খবর পাওয়া যায়নি। তাদের হাতে থাকা সবগুলো মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ট্রলারটিতে যারা রয়েছেন তাদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হল- ঐ এলাকার মোঃ জসীম মাঝি(৩৬), মোঃ রিদুয়ান(২৫), মোঃ আলমগীর(২৭), আব্দুর রহিম(২৪), মোঃ আনিস(২৫), মোঃ করিম(২৬), মোঃ মদু মাজি(৩৮), মোঃ আবছার(৩৬), মোঃজাঙ্গির(৩০), মোঃ হেফাজ(২৮), মোঃ রহিম(২২), মোঃ হারুন(২৭), মোঃএরশাদ(২৯), মোঃরাশেদ(২৬), মোঃমানিক(২৪), মোঃমিজান(২৬) প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ