Recents in Beach

Google Play App

স্বপ্ন


গাজী গোফরান

অকালে যেমনটা আঁধার ঘনায়, ঠিক তেমনি আমার প্রেমিকা হারায়।

নিরুপায় হয়ে আমি তাকে দেখতে থাকি, প্রত্যেকটা খাতার পাতায় সেই একই ছবি আঁকি।

চমৎকারিত্ব যখন যায় সীমা ছেড়ে, তখন ধরা দেয় সে টিভির পর্দার বেড়ে।

কুড়িটি ফুল হাতে নিয়ে আমি, সমুদ্রকেও করি প্রচণ্ড বদনামি।

এদিকে প্রচণ্ড ঝড় এসে সব ভাসাচ্ছে,আর নিচ্ছে নতুন অনুভব।

আমি তখনও ওপাড়ে তাকে দেখছি, ভেসে ভেসে তার হাত ধরার প্রতীক্ষায় আছি।

দূরে,ওই দূরে অপরিমিত আলো, মনে মনে বলছি,অল্প তো আলো জ্বালো।

এতেই তো ফুটবে আমার কোমল,
আর পাবে প্রাণিটি সব যার চারপাশে জল।

এভাবে করে সময় চলে যেতে চাইছে, আর আমার মনও অসম্ভব খুঁড়িয়ে চলছে।

কাঁপতে কাঁপতে আমি কত স্বপ্ন দেখলাম, একবার এরকম করে চোখ মেলে তাকালাম।

দেখলাম,এ আমার সত্যিই পূর্বজন্ম, তার স্বপ্ন দেখে যাওয়াই তো আমার ধর্ম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য