বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত


বিএন ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে মরিয়ম বেগম (৬১) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় শফিকুল ইসলাম (৩৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম ওই এলাকার ছিদ্দিক আহমদের স্ত্রী।
পুকুরিয়া ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে বন্যহাতির আক্রমণে মরিয়ম বেগম নামে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত শফিকুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্থানীয়রা জানান, বাঁশখালী ও আশপাশের এলাকায় বন্যহাতির উপদ্রব চলছে। বেশকিছু দিন ধরে। বন্যহাতির দল হানা দিচ্ছে লোকালয়ে। এরই মধ্যে পুকুরিয়া ও সাধনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাতির দল অর্ধশতাধিক বসতঘর ভাঙচুর করেছে। তছনছ করে দিয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। গ্রামবাসী দিনরাত পাহারা দিয়েও হাতির আক্রমণ ঠেকাতে পারছেন না।

পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন বলেন, ‘হাতির পাল আসার খবর ছড়িয়ে পড়তে না পড়তে গ্রামজুড়ে আতঙ্ক শুরু হয়ে যায়। শত শত গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে হাতি তাড়া করতে নেমে পড়ে। গ্রামের শ্রমজীবী মানুষগুলো কাজকর্ম বন্ধ করে প্রতিদিন হাতি তাড়ানোর কাজে লেগে থাকায় তারা আর্থিক সঙ্কটেও পড়েছেন। বন কর্মকর্তারা এ ব্যাপারে জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।’
/জাগো নিউজ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ