বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে গিয়েই শহীদ হন মৌলভী সৈয়দ



বিএন ডেস্কঃ মৌলভী ছৈয়দ আহমদের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত শনিবার বাঁশখালীতে ‘শহীদ মৌলভী সৈয়দ আহমদ স্মৃতি সংসদের’ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। সকাল ৯টায় শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ১১টায় কুরআনখানি, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও চাঁদপুর কিউএইচআরডিইউ সিনিয়র মাদ্‌রাসা মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এতে সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম ইদ্রিছ। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম, মো. ইউনুচ, ছৈয়দ মাহামুদুল হক, আবুল মনসুর, শফিকুল হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, মহিউল আলম, পার্থ সারথী চৌধুরী, আবু ছৈয়দ চৌধুরী, শহীদের বড় ভাই ডা. আলী আশরফ।
বক্তব্য রাখেন মৌলানা ইব্রাহিম রহমানী, মাহফুজুর রহমান চৌধুরী, রহমত উল্লাহ চৌধুরী, সেলিম আক্তার, সঞ্জিত বড়ুয়া, ইউপি সদস্য আমজাদ হোসেন, শওকত হোসেন মিয়া, মো. নুরুল হোসেন লিটু, নাছির ইকবাল, জহির উদ্দীন বাবর, শেখ মহি উদ্দীন, আতা উল্লাহ আল আজাদ, কাজী কলিম উদ্দীন, জিয়া উদ্দীন আরিফ, দাউদ মানিক, মো. শামীম প্রমুখ।
স্মরণসভায় প্রধান অতিথি এম ইদ্রিছ বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে গিয়েই নিজের জীবন উৎসর্গ করেছিলেন শহীদ মৌলভী সৈয়দ। এই বীরের জন্ম হয়েছিল বলেই ৭৫ পরবর্তী দেশে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদের ঝড় উঠেছিল। বিশেষ অতিথি নঈম চৌধুরী বলেন, এই বীরের জন্মস্থানে আসতে পেরে আমরা নিজেকে গর্বিত মনে করছি। অন্যায়ের কাছে মাথা নত না করা এই সাহসী সন্তানের কথা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে আমাদের।
সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন বাঁশখালীবাসী আজ গর্বিত মৌলভী সৈয়দ আহমদের জন্য। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রথম প্রতিবাদকারী এই বীরকে জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ