শবেকদর


(আবু ইউসুফ সুমন )

নয়তো সময় অপচয় আর থাকুক পড়ে কাজ
প্রতিটি ক্ষণ বিশেষ জেনো শবেকদর আজ। 

ফজিলতে পরিপূর্ণ মহিমাময় রাত
মহান রবের  পক্ষ থেকে        মুক্তির-ই সওগাত।

রসূল বলেন      হাজার রাতের চাইতে এরাত বড়
শেষ দশকের বেজোড় রাতে কদর তালাশ করো।   

মাপ হয়ে  যায় রাত্রি জাগা ইবাদতে  গুনা
মুসলমানের জন্যে  এটি     রবের-ই   করুণা। 

কদর রাতে  হেরাগুহায় কুরআন নাজিল হয়
পৃথিবীতে যেটি আজও  জীবন্ত বিস্ময়!   

*মুহাম্মদের কাছে আসে *জিবরাইল এরাত
সাথে নিয়ে আলাকের-ই প্রথম পাঁচ আয়াত।

কদর হলো মর্যাদা আর  ভীষণ সৌভাগ্যের
ফেরেশতারা  লিস্টি করে মমিন বন্দাদের! 

নামাজ এবং কুরআন পড়ে জাগ্রত থেকে
কাটাই এসো  রাত-কদরের আল্লাহকে ডেকে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ