এসএসসিতে চট্টগ্রামে পাশের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ

বি,এন ডেস্কঃ
এসএসসি পরীক্ষায় এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪ জন।চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তাওয়ারিক আলম বিষয়টি নিশ্চিত করেছেন।এবারের ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। গতবার পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৯ শতাংশ। ফলে এবার কমেছে ৮ দশমিক ৫৯ শতাংশ। গতবারের তুলনায় এবার ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।এবছর চট্টগ্রাম থেকে ১ লাখ ১৮ হাজার ২৯ জন পরীক্ষার্থী অংশ নেন।
-পাঠক.নিউজ
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তাওয়ারিক আলম বিষয়টি নিশ্চিত করেছেন।এবারের ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। গতবার পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৯ শতাংশ। ফলে এবার কমেছে ৮ দশমিক ৫৯ শতাংশ।  গতবারের তুলনায় এবার ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।এবছর চট্টগ্রাম থেকে ১ লাখ ১৮ হাজার ২৯ জন পরীক্ষার্থী অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ