অবশেষে কাঞ্চনাবাসীর মাঝে ফিরে এলেন চেয়ারম্যান রমজান অালী

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া উপজেলার অর্ন্তগত ৪ নং কাঞ্চনা ইউনিয়ন পরিষদের দু-দুইবার নির্বাচিত বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার সদ্য কারামুক্ত সফল চেয়ারম্যান রমজান অালী কাঞ্চনার সর্বস্তরের মানুষের ভালবাসায় অভিসীক্ত।
১৭ই মার্চ শনিবার সকাল ৯ঘটিকার সময় চট্টগ্রাম নগরীতে অবস্থানরত কাঞ্চনা ইউনিয়ন অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ১২২ অান্দরকিল্লাস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামীলীগের দলীয় কার্যালয় এর সামনে থেকে যাত্রা শুরু করে বাঁশখালী তৈলারদ্বীপ সেতু পর্যন্ত পৌঁছালে সাতকানিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা হতে শত শত মোটর সাইকেল, সি.এন.জি, বাস ও ট্রাক সহ হাজার হাজার মিছিল সহকারে এসে জনাব রমজান অালী চেয়ারম্যান'কে ফুল দিয়ে বরণ করে নেন। তাকে স্বাগত জানানোর পর মোটর শোভাযাত্রার মাধ্যমে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন হয়ে সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নিজ জন্মভূমি কাঞ্চনায় পৌঁছালে, কাঞ্চনার হাজার হাজার নারী-পুরুষ ঘর থেকে বের হয়ে রাস্তার দু'পাশে অবস্থান নেন তাদের প্রিয় ও ভালবাসার ব্যক্তি রমজান অালীকে এক নজর দেখার জন্যে। মোটর শোভাযাত্রা ও স্বাগত মিছিল শেষে কাঞ্চনা মনুফকির হাঠ সংলগ্ন ৪নং কাঞ্চনা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেককাটা ও সংক্ষিপ্ত অালোচনা সভা অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু মৃদুল কান্তি দাশ,
যুগ্ম-সাধারণ সম্পাদক এম. হোসাইন কবির, উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য রূপ কুমার নন্দী খোকন, প্রভাবশালী সদস্য মাসুদ জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা ফখরুদ্দিন বাবলু, সাতকানিয়া পৌর আওয়ামীলীগ নেতা রুবেল রাজ,
কাঞ্চনা ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী অাসাদুজ্জামান, যুবলীগ নেতা ইউসুফ,শাহিনুজ্জামান, দিদারুল অালম, উজ্জল, মোজাফফর,ফোরকান,
ছাত্রলীগ নেতা, সোহেল,মুনির হোসেন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ