দুর্নীতি আমাকে কখনোই স্পর্শ করেনি, ভবিষ্যতেও করবে না অধ্যক্ষ আবদুর রশীদ

মোঃআরিফ মিয়া,জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তেজগাঁও কলেজের সভাপতি অধ্যক্ষ আবদুর রশীদ বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলে এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি-অনিয়ম ও দুঃশাসনের অবসান করবো। আধুনিক হাসপাতাল নির্মাণ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করবো। প্রতিটি হাট-বাজারে বাইপাস রাস্তা নির্মাণ করে জনভোগান্তি দূর করবো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ১০ মার্চ বিকেলে রেলওয়ে স্টেশন ময়দানে আয়োজিত এক জনসভায় অধ্যক্ষ আবদুর রশীদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অধ্যক্ষ আব্দুর রশীদ আরও বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে বিএনপি-জামাতের বিরুদ্ধে ভোট বিপ্লবের মাধ্যমে এ আসনটি আওয়ামী লীগকে উপহার দিতে পারবো। সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরিষাবাড়ী থেকে ভুয়াপুর-ঢাকা পর্যন্ত লিঙ্করেল পথ নির্মাণ করবো। বেকার সমস্যার সমাধান, গরিব ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি ও সাহায্য করবো। রাজধানীতে অবস্থানরত সরিষাবাড়ীর লোকদের নিরাপদ বাসস্থানের জন্য চারতলা ভবন ভাড়া করে আবাসন সমস্যার সমাধান করবো। তিনি বলেন, দুর্নীতি আমাকে কখনোই স্পর্শ করেনি, ভবিষ্যতেও করবে না। দলের নিপীড়িত নেতা-কর্মীদের পাশে ছিলাম, থাকবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ