জামালপুরে প্রথম স্বাধীনতা পতাকা উওোলনে মিছিল ও আলোচনা সভা

মোঃআরিফ মিয়া, জামালপুরঃ
জামালপুর সদরে ১৩ মার্চ ১৯৭১ সালে জামালুরে প্রথম স্বাধীনতা পতকা উওোলন দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও মিছিলের আয়োজন করা হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলো অধ্যাপিকা জাহানারা ইমামি,(ছাএলীগ নেএী) সভাপতি আমির উদ্দিন, (জে.এস.ডি.)সহ সভাপতি মশিউর রহমান বাবু(,লেখক ও গভেষক,),ছানোয়ার হোসেন ছানু(জেলা আওয়ামীলিগের সাধারন সাংগঠনিক সম্পাদক),তাজউদ্দিন আহমেদ(এডভোকেট জামালপুর শাখা ও জে.এস.ডি. সাধারন সম্পাদক) সোহেল রানা(জে.এস.ডি. ছাএলীগ সভাপতি),সানোয়ার হোসেন মাষ্টার( জে.এস.ডি.),ফয়জল,(জে.এস.ডি.,) আলোচনা সভায় ভাষন দেন।
এ ভাষনে প্রধান অতিথি জাহানারা ইমামি বলেন বাংলাদেশ আমরা এমনি পায়নি ৯ মাস রক্ত ক্ষয়ি যোদ্ধের মাধ্যমে পাওয়া বাংলা।তিনি আরও যোদ্ধ সম্পর্কে বর্ণনা করেন। স্বাধীনতার প্রথম পতাকা উওোলনকারী বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মতিন মিয়া(হিরু) ১৩ মার্চ ১৯৭১ সালে জামালপুর স্বাধীন পতকা প্রথম উওোলন করেন এ দিবষ উপ্লখ্যে একটি মিছিল এর আয়োজন করা হয় মিছিলটি জামালপুর দয়াময় মোর থেকে জামালপুর পাবলিক লাইব্রেরী এসে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ