অপকর্মের নাই তো শেষ


লেখক
আব্দুল করিম লতিফী

আহ রক্ত দিয়ে গড়া আমার
এই অপরূপ বাংলাদেশ.
তবুও পদান্বয়ে অপকর্মের
আজো নাই তো শেষ.
কেউ বা করে ধর্মের দ্রোহে
কেউ বা করে রাষ্ট্রের.
কেউ বা করে ব্যাক্তির দ্রোহে
কেউ বা করে ঘাতকের,
কেউ বা করে মুক্তিযুদ্ধার নামে
কেউ বা করে ক্ষমতার.
কেউ বা করে পথ শিশু নিয়ে
কেউ বা করে দাবি ধার,
কেউ বা করে শিক্ষাঙ্গন নামে
কেউ বা করে মানব ধর্ষণ.
কেউ বা করে গুম-খুন নামে
কেউ বা করে ব্যাংক লুণ্টন,
কেউ বা করে কলমের নিবে
কেউ বা করে নেতার দল.
কেউ বা করে প্রশাসন দিয়ে
কেউ বা করে টাকার বল,
কেউ বা করে উন্নায়নের নামে
কেউ বা করে টাকা বন্ঠন.
কেউ বা করে চাকরির নামে
কেউ বা করে ঘুষ গ্রহন,
কেউ বা করে বৈশাক নামে
কেউ বা করে উদযাপন .
কেউ বা করে নবর্বষের নামে
কেউ বা করে রাত যাপন,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ