যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রাউজানের কুখ্যাত ডাকাত আটক

চট্টগ্রামের রাউজানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আলী হোসেন (৩৩)কে আটক করেছে পুলিশ। মো. আলী হোসেনের বাড়ি রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাইর গ্রামে। সে ওই এলাকার কামাল ডেকোরেটার্স বাড়ির বাসিন্দা মৃত আশরাফ আলীর পুত্র।গত শনিবার রাতে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মফিজ উদ্দিন ও বাঁঁশখালী থানা পুলিশের সহযোগিতায় রাউজান থানা পুলিশ ঢাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক খুন, ডাকাতি মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। বাঁশখালি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. আলী হোসেনকে ঢাকা করতে বাঁশখালি থানা পুলিশ সহযোগিতা করে। কুখ্যাত ডাকাতকে আটক করতে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) স্যারও যথেষ্ট সহযোগিতা করেন। এই প্রসঙ্গে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন, ‘ সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) ও বাঁঁশখালী থানা পুলিশের সহযোগিতায় রাউজানের কুখ্যাত ডাকাত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছি। তার বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গতকাল রবিবার আটককৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত মো. আলী হোসেনকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জাানান তিনি।
 সুত্রঃ ctgtimes.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ