বৈলছড়ী হাই স্কুলে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ

ক্রাইম রিপোর্টার, বাঁশখালী নিউজঃ
বাঁশখালী উপজেলার সব উচ্চ বিদ্যালয়ে একই দিনে একই সময়ে পরীক্ষা শুরু এবং শেষ হয়। ঠিক তেমনি একই দিনে রেজাল্ট প্রকাশের কথা থাকলেও, বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। বাঁশখালীর সব স্কুলের টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়েছিলো ২/১১/২০১৭ তারিখে কিন্তু বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে রেজাল্ট দেয় ৫/১১/২০১৭ তারিখে। শিক্ষার্থীদের প্রশ্ন- রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে কেন তিনদিন অতিরিক্ত সময় নেওয়া হয়? শিক্ষার্থীদের অভিযোগ- প্রথমে ৮০জন ছাত্রকে পাস দেখানো হলেও পরে ৬০ জন ছাত্রকে পাসের তালিকায় স্থান দেওয়া হয়। ছাত্ররা অনুমান করে বলে- বেশ কিছু দিন আগে অন্য একটি বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিছু ছাত্র প্রতিবাদ করেছিল। ঐদিন যারা প্রতিবাদ করেছিল তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য প্রধান শিক্ষক এমনটায় করে থাকতে পারেন। তাছাড়াও ফরম ফিলাপের সরকার নির্ধারিত ফিঃ এর চেয়ে দুই গুন দাবি, টেস্ট পরীক্ষায় ফেল দেখিয়ে প্রতি বিষয়ের পিছে দুইশ টাকা দাবিরও অভিযোগ তুলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আর মাত্র কয়েকমাস বাকী পরীক্ষার। এমন কঠিন সময়ে যদি বিদ্যালয়ের পক্ষ থেকে এমনটা করা হয় তাহলে নিশ্চয় শিক্ষার্থীরা মানসিকভাবে দূর্বল হয়ে পড়বে। তাই এই সমস্যার সমাধান পেতে শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয় পরিচালনা কমিটিসহ উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ