বাঁশখালী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের দিনব্যাপী কর্মবিরতি পালন

মোহাম্মদ ছৈয়দুল আলম:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশন সুবিধাসহ বেতন ভাতা প্রদানর দাবীতে সারাদেশের ন্যায় বাঁশখালী পৌর কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচী পালন করেন। বাঁশখালী পৌরসভা কার্যালয়ে সকল কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। এদিকে কর্মবিরতি উপলক্ষ্যে পৌরসভা কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী লুৎফর রহমান, সার্ভিস এসোসিয়েশন সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল কান্তি বড়–য়া, শহিদুল আলম, ফয়সাল, আবু তাহের, আলী হোসেন, ছোটন কান্তি চৌধুরী, আবদুল মন্নান, মোঃ হোছাইন, রিনা আক্তার, নাছির উদ্দিন, মোঃ সেলিম, মোকতার উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, সরকারী অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাও রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করতে হবে। নচেৎ আগামীতে আরো কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলেও জানান বক্তারা। এ সময় উপস্থিত কাউন্সিলর আবদুর রহমান, কাউন্সিলর তপন বড়–য়া ও কাউন্সিলর জমশেদ আলম পৌর কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের এ দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি উদার্থ আহবান জানান।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ