ইউপি সদস্যকে মারধরে উত্তাল ছনুয়া

মোহাম্মদ বেলাল উদ্দিন:
সিএনজি এ্যাসোসিয়েশনের পদ পাওয়াকে কেন্দ্র করে ছনুয়ায় ইউপি সদস্যকে প্রচন্ডভাবে মারধর করেছে দুইদ্ধা বাপের বাড়ীর লোকজন।মারধরের শিকার ইউপি সদস্যের নাম আবদুল কাদের(৫২)।প্রকাশ বুলু মেম্ভার।সূত্রে জানা গেছে,গতকাল বৃহস্পতিবার ছনুয়া মনুমিয়াজী বাজারে প্রতিদিনের মত জরুরি কাজে যান বুলু মেম্ভার।এসময় পূর্বে থেকে ওতপেতে থাকা দুইদ্ধা বাপের বাড়ির লোকজন তাৎক্ষণিক অতর্কিত মারধর করে।গাছের বাটাম দিয়ে গুরুতর জখম করে ফেলে।মূহুর্তের মধ্যে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বুলু মেম্ভার।তার পরিবারের সদস্যরা খবর পেয়ে এগিয়ে এসে মুমুর্ষ অবস্থায় বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বাঁশখালী হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।বর্তমানে বুলু মেম্ভার চমেকের জরুরি বিভাগে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।পারিবারিক সূত্রে আরো জানা গেছে,জনাব আবদুল কাদের প্রকাশ বুলু মেম্ভার ছনুয়ার বর্তমান এম.হারুনুর রশীদের অনুসারী তথা আ.লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তিনি অপরাজনীতির শিকার।

অন্যদিকে তাকে মারধরে জড়িত দুইদ্ধা বাপের বাড়ির লোকজন বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে দাবি বুলুর পরিবারের।এদিকে বুলুকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ছনুয়ার পরিস্তিতি উত্তাল রয়েছে।চায়ের দোকানে ছনুয়ার সর্বত্র চলছে এব্যাপারে আলোচনা।অন্যদিকে পুরুষশুন্য দুইদ্ধা বাপের বাড়ি।ওই পাড়ার মহিলা ও শিশুরা অনেকটা আতংকের মধ্যে রাত যাপন করছে বলে ওই গ্রামের লোকজন জানিয়েছে।দুইদ্ধা বাপের বাড়ির পুরুষেরা সবাই মামলা আতংক নিয়ে আত্নীয় স্বজনের বাড়িতে অবস্থান করেছে বলে সূত্র জানায়।

ছনুয়ায় যান চলাচল বন্ধ:ছনুয়ার বর্তমান চেয়ারম্যান হারুনুর রশীদ ও বুলু পরিবারের লোকজনের বিক্ষোভে আজ সারাদিন বন্ধ রয়েছে সিএনজিসহ সকল প্রকার যানবাহন।ফলে যানবাহনের সাথে জড়িত সকল শ্রমিকরা বেকার রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ