শেখেরখীল এ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী সড়কে সিএনজি চলাচল বন্ধ

মোহাম্মদ বেলাল উদ্দিন:
বাঁশখালীর ছনুয়া,শেখেরখীল ও কুতুবদিয়ার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এ্যাভোকেট সুলতানুল কবির চৌধুরী সড়কে গত বৃহস্পতিবার থেকে সিএনজি চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার রাত ১০টার দিকে ছনুয়া ৬নং ওয়ার্ডের মেম্ভার আবদুল কাদের(বুলু)কে মারধর করাকে কেন্দ্র করে এঘটনার সূত্রপাত।জানা যায়,বৃহস্পতিবার রাত ১০টায় সালিশী বৈঠক শেষে শ্রমিকরা বাড়ি ফেরার পথে দু,পক্ষের মধ্যে হামলার ঘটনায় ৮জন আহত হয়।এঘটনায় দুটি সিএনজি প্রতিপক্ষের লোকজন আটকে রাখে।এঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।সিএনজি চালক সমিতি সূত্রে জানা গেছে,এ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী সড়কে চলাচলরত ৬০/৭০টি সিএনজি ট্যাক্সির ছনুয়া বাজার স্টেশনের লাইনম্যান নিয়োগ নিয়ে ও কমিটি নিয়ে দু,পক্ষের মধ্যে দ্বন্ধ চলে আসছিল।কিছুদিন আগে ছনুয়ার চেয়ারম্যান হারুনুর রশীদসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা ঐক্যবদ্ধ হয়ে এডহক কমিটি গঠন করে।এনিয়ে পুরাতন কমিটির লাইনম্যান মোঃ শোয়াইব এর সাথে নতুন এডহক কমিটির দ্বন্ধ শুরু হয়।ইতোমধ্যে এনিয়ে থানায় শালিশী বৈঠকও হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ