বাঁশখালীতে নলকুপ স্থাপন কর্মসূচীর উদ্বোধন

 বিএন ডেস্কঃ
ভারত সরকার সবসময় বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসাবে কাজ করে । এদেশের সুপেয় পানির অভাবের দরুন ভারত সরকার গভীর নলকুপ স্থাপনের কর্মসুচী হাতে নিয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল স্থানে নলকুপ স্থাপন কর্মসচী চলবে।

রবিবার (২০ আগষ্ট) সকাল ১১টায় চট্রগ্রামের বাশঁখালীর খানখানাবাদ ইউনিয়ন পরিষদ মিলনাতনে অনুষ্টিত গভীর নলকুপ স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী ।

বাংলাদেশ ভারত এক অপরের পরিপুরক বলেও তিনি ব্যক্ত করেন ।ভারত সরকারের সাহায্যপুষ্ঠ গভীর নলকুপ স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার(চট্রগ্রাম) শ্রী সোমনাথ হালদার এ কথা বলেন ।

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাশঁখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশনার(চট্রগ্রাম)এর সচিব এস,সিংহা,স্বনির্ভর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মশিউর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাশঁখালীর ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য ১৫০টি গভীর নলকুপ প্রদান করে ভারত সরকার ।

সূত্রঃ সিটিনিউজবিডি.কম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ