চতুষ্কোণের উদ্যোগে নাপোড়া-শেখেরখীলে ২ দিন ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন

দিগন্ত দেব, শেখেরখীল প্রতিনিধিঃ 
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন চতুষ্কোণেরর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে দুইদিন ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ও শেখেরখীল ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে চারাগাছ রোপণের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি কার্যকর করা হয় এবং দ্বিতীয় দিনে মৌলভী সৈয়দ সড়কে সফলভাবে চারা গাছ রোপণের মাধ্যমে সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

উক্ত কর্মসূচির শেষদিনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা: আলী আশরাফ এর ছোট সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত কর্মসূচিতে উপস্থিত অতিথিদের বক্তব্য এবং কথার প্রেক্ষিতে ফুটে উঠে সামাজিক অবক্ষয়েরর উন্নয়ন, শিক্ষা প্রসার, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানবতার প্রতিবিম্ব সৃষ্টির লক্ষ্যে এই সংগঠনের সদস্যরা নিজেকে উপস্থাপন করতে চায়।

চতুষ্কোণের এই কর্মসূচিতে অনুপ্রেরণা মূলক সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ১২ নং (ক) শেখেরখীল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন।

"বৃক্ষনিধন আর নয়, দেশকে কর বৃক্ষময়" এই স্লোগানের মধ্য দিয়ে চতুষ্কোণের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ