পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাঁশখালীবাসীও ৫নংকালীপুর ইউনিয়নের সকল জনসাধারণকে ঈদের
শুভেচ্ছা জানিয়েছেন বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৫নংকালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম।
তিনি শুভেচ্ছা বাণীতে বলেন,পবিত্র রমজানের কঠোর সিয়াম সাধনার মাস পেরিয়ে আসে ঈদ। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব।আল্লাহর আদেশ পালনের পর তাঁর কাছ থেকে পুরষ্কার ও ক্ষমার ঘোষণা পাওয়ার দিন বিধায় এটি সাওম পালনকারির জন্য বাস্তবিকই উৎসবের দিন। প্রতি বছর ঈদের দিনে নির্ধারিত ঈদগাহে নামাজ আদায় ও ফিতরা আদায়ের পর আমরা পারস্পরিক কোলাকোলি, করমর্দন করে
সকল ভুল বোঝাবোঝির অবসান ঘটিয়ে ভেদাভেদ ভুলে উৎসবানন্দ করি।
এবার ঈদ এল ব্যতিক্রম এক পরিবেশে। সারা বিশ্ব আজ এক হয়ে একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র অথচ প্রচন্ড ভয়ানক ও শক্তিশালী জীবানুর বিরুদ্ধে লড়াই করছে। আমাদের দেশও ব্যতিক্রম নয়। কোভিড ১৯ তথা করোনা নামক এ ভাইরাসের সাথে লড়াইয়ে পারস্পরিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলাই প্রধান হাতিয়ার।
তাই সারা বিশ্ব কার্যত লকডাউন হয়ে আছে। তাই এবারে ঈদে আমাদের চিরাচরিত কোলাকোলি, করমর্দন, আত্মীয় স্বজনের বাড়ীতে বেড়াতে যাওয়া, বন্ধু বান্ধব মিলে পার্ক, সিনেমা বা পর্যটন এলাকায় ঘুরতে যাওয়া এসব রীতি পরিহার করতে হবে। ধর্মীয় কর্তব্য কর্ম যেমন নামাজ ও ফিতরা আদায় করে আল্লাহ তায়ালার দরবারে জানা অজানা ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে করোনাসহ সকল প্রকার রোগ, বলাই, আপদ, বিপদ, দুর্যোগ, মহামারী থেকে পরিত্রান চাইব।
করোনা সংক্রমিত রোগীকে চিকিৎসা সেবা দিতে গিয়ে সারা বিশ্বে অসংখ্য ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, মেডিকেল টেকনিসিয়ান নিজেরা আক্রান্ত হয়ে মৃত্যুকে হাসিমুখে বরন করে নিয়েছেন। করোনাকালে মানুষকে নানামুখী সেবা দিতে গিয়ে অনেক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য, স্বেচ্ছাসেবী, সাংবাদিক, দাফন কার্যে নিয়োজিত অনেকেই করোনায় সংক্রমিত হয়ে প্রান হারিয়েছেন। করোনা যুদ্ধের এ বীর শহীদসহ করোনার সংক্রমনে সারা বিশ্বে যারা প্রান হারিয়েছেন এবং সুপার সাইক্লোন আমপানের কারনে যারা প্রান হারিয়েছেন তাঁদের সকলের আত্মার মাগফিরাত কামনা করব।করোনায় আক্রান্ত হয়েও আক্রান্তদের সেবা দিতে গিয়ে, যারা এখনো অসুস্থ রয়েছেন সকলের আরোগ্য লাভে সৃষ্টিকর্তার কাছে আকুতি জানাব। ঘুর্ণিঝড়ে যারা ঘরবাড়ি, আবাসস্থল হারিয়ে ও ফসলাদি, বাগান বিনষ্ট হওয়ায় ক্ষয় ক্ষতির সম্মূখীন হয়েছে তাদেরকে যেন আল্লাহতায়ালা দ্রুত ক্ষয়- ক্ষতি পূরন করার তওফিক দান করেন সে প্রার্থনা করব।
আর নিজ নিজ ঘরে থেকেই ঈদ উদযাপন করব। যথাসম্ভব টেলিফোনে সকলের খোঁজ খবর নিয়ে কুশলাদি বিনিময় করব। পরম করুনাময়ের অপার কৃপায় সারা পৃথিবীর সকল মানুষ অচিরেই স্বাভাবিক জীবন ফিরে পাবে এই প্রত্যাশা ব্যক্ত করে বাঁশখালী ও কালীপুরবাসীকে জানাই ঈদ মুবারক।আসুন আমরা সবাই সচেতন হই, সুস্থ থাকি, সুস্থ রাখি। এবাদত বন্দেগীতে নিজ নিজ ঘরে ঈদ উদযাপন করি। সকলকে ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ