২য় ধাপে বাঁশখালীতে সনাতনী নারী জাগরন পরিষদ এর এাণ বিতরন

মোহাম্মদ এরশাদঃ
বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতংকে গৃহ বন্দী অসহায় হতদরিদ্র মানুষের মাঝে সনাতনী নারী জাগরণ পরিষদের উদ্যোগে  ত্রাণ সামগ্রী বিতরণ কর হয়।
(১৫ এপ্রিল) বুধবার বাঁশখালীর উপজেলার কালীপুর গ্রামে  সার্বজনীন ভাবে ২য় ধাপে ত্রাণ সহয়তা প্রদান করেছে বাংলাদেশ সনাতনী নারী জাগরণ পরিষদ,বাঁশখালী উপজেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন সনাতনী নারী জাগরণ পরিষদ
বাঁশখালী শাখার উপদেষ্টা দীপু সেন,সভাপতি সন্ধ্যা রানী দাশ,অর্থ সম্পাদক চম্পা পাল,কানন চৌধুরী, মুন্নী চৌধুরী প্রতিভা দাশ,শ্রাবন্তী পাল,রিতা দও,রিপু মজুমদার,লিজা সরকার,রিয়া মজুমদার,লিজা শীল,অনুরাধা চৌধুরী,শিউলি মজুমদার,হিমু দেবী, সুপ্তি শীল, মনি দেবী, মনীষা দাশ, শর্মী চৌধুরী প্রমূখ।
সংগঠনের সভাপতি সন্ধ্যা রাণী দাশ বাঁশখালী নিউজ কে বলেন,কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কেন্দ্রীয় সভাপতি ইরা দত্ত ও সাধারণ সম্পাদক প্রিয়ংকা দেবীর সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় এই ত্রাণ সহযোগিতা চলছে, যতদিন এই করোনায় অচল অবস্থা বিরাজ করবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ