Recents in Beach

Google Play App

চলন্ত অবস্থায় বাঁশখালী স্পেশাল সার্ভিসের ৪ চাকা বিচ্ছিন্ন

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
এবার চলন্ত বাসের চাকা খুলে দুর্ঘটনায় পতিত হওয়ার ঘটনা ঘটলো বাঁশখালীতে। নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে বাঁশখালী প্রধান সড়কের পালেগ্রাম এলাকায়।

চট্টগ্রাম নগরীর উদ্দেশ্যে ছুটে আসা দ্রুতগামী বাসটি রবিবার (২৫ আগস্ট)  সকাল ৭:৫০ মিনিটে কালীপুর নুরজাহান ক্লাব সংলগ্ন আয়রার দোকান এলাকা অতিক্রম করার সময় হঠাৎ করেই খুলে যায় পেছনের চার চাকা। এতে বিকট শব্দ করে কিছুদূর গিয়ে সড়কে মুখ থুবড়ে পড়ে বাসটি। সামনের কয়েকজন পথচারী সংকেত দিলে গাড়ির গতি কমানো হয়। এতে বড় ধরণের ক্ষতি থেকে যাত্রীরা রক্ষা পায় বলে জানিয়েছে উক্ত গাড়ির যাত্রীগণ। 'আল মদিনা’ লেখা গাড়িটির নং ০৪- ০০৯১।

এ ব্যাপারে মোঃ এরশাদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন,'' আমি পিছনের গাড়িতে ছিলাম। হঠাৎ করে আমাদের সামনে থাকা বাসের পেছনের ৪টি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়।’’

এদিকে গাড়িটির চাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে বাঁশখালী রোডে ৪কিলোমিটার এলাকা জুড়ে যানজট লেগে যায়। পথচারীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে অফিসমুখী মানুষদের মারাত্মক ভোগান্তির মধ্যে পড়তে হয়। এসব ফিটনেসবিহীন বাস রাস্তায় চলাচলে প্রশাসনের জোর হস্তক্ষেপ জানান ভুক্তভোগীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য