চট্টগ্রাম হালিশহরে গ্যাসের প্রধান লাইন কাটা, সরবরাহ বন্ধ

চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাসের প্রধান লাইন কেটে যাওয়ায় নগরের অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
আজ শনিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেল থেকে গ্যাস নেই চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, ইপিজেড, বন্দরসহ বিভিন্ন এলাকায়।।
কর্ণফূলী গ্যাস ডিট্রিভিউশন অপারেটর জানান, চট্টগ্রামের ইপিজেড এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খাল সংস্কার কাজের সময় গ্যাস পাইপ লাইনে কাটা পড়ে। এতে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে।
চট্টগ্রামের কিছু কিছু এলাকায় গ্যাস থাকলেও প্রেসার কম। এতে করে বিপাকে পড়েছে বাসিন্দারা। গ্যাসের অভাবে হোটেল রেষ্টুরেন্টে থেকে খাবার আনছেন, জানালেন অনেকেই। তারা অভিযোগ করে বলেন, অনেক দোকানী চড়া দামে খাবার বিক্রয় করছে।
কর্ণফূলী গ্যাস ডিট্রিভিউশন কর্তৃপক্ষ জানান গ্যাস লাইনের পুনঃসংযোগের কাজ চলছে। একাজ কখন শেষ হবে বলা যাচ্ছেনা । তবে কাল বিকেল পর্যন্ত লাগতে পারে।
/সিটিজি টাইমস!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ