মিরপুর জাহাঙ্গীর বস্তির আগুন বাড়ছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট

মিরপুর ১৪ নম্বরে ভাষানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তির আগুনছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বাবুল। তিনি জানান, বুধবার রাত দেড়টায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে বাকি ইউনিটগুলোকে যুক্ত করা হয়।
সিআরপি হাসপাতালের পাশে ওই বস্তিতে প্রায় ১ লাখের মতো বাসিন্দা আছে বলে জানিয়েছেন স্থানীয় রোকন উদ্দিন নামের একজন। কীভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক কেউ বলতে পারেননি। ভাষানটেক থানার উপপ‌রিদর্শক আবু জাফর তালুকদার মা‌নিক প্রথম আলোকে জানান, ব‌স্তি‌টি‌তে বহু মানুষের বাস। আগুন লাগার পর বিপুলসংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
/প্রথম আলো!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ