নুরুল আজিম রনি জামিন না মঞ্জুর,কারাগারে প্রেরণ

বি,এন ডেস্কঃ
চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খাঁনের করা মামলায় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল অাজিম রণির জামিন অাবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম ওসমান গণির অাদালত।গত ৩ এপ্রিল চকবাজার থানায় নুরুল অাজিম রণিসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন ড. জাহেদ। এতদিন পর্যন্ত এ মামলায় অাগাম জামিনে ছিলেন রণি। অাগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় অাজ জামিনের মেয়াদ বর্ধিত করতে গেলে তার জামিন অাবেদন নামঞ্জুর করা হয়।উল্লেখ্য, বিজ্ঞান কলেজ কতৃক শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি অাদায়ের ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে তৎকালীন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ফেরত দেয়ার জন্য চাপ প্রয়োগ করেছিল। এতে ক্ষুদ্ধ হয়ে ও নগর অাওয়ামী লীগের গ্রুপিংকে সু-কৌশলে কাজে লাগিয়ে অধ্যক্ষ জাহেদ চকবাজার থানায় রনির নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা করেছে বলে অভিযোগ রয়েছে। মূলত , শিক্ষার্থীদের অর্থ ফেরত দেওয়ার জন্য জাহেদকে চাপের উপর রাখায় তিনি মামলাটি দায়ের করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ