আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল ’১৮ অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারায় ইঞ্জিনিয়ারদের প্রাণের সংগঠন আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (আইএ)’র এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল ’১৮ অনুষ্ঠিত ৷ আজ ০১-০৬-২০১৮ রোজ শুক্রবার সন্ধ্যায় আনোয়ারার অভিজাত শশী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় অত্র এলাকার ইঞ্জিনিয়ারগণের এ মিলনমেলা।
আনোয়ারার নবীন প্রবীণ ইঞ্জিনিয়ারগণ , অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা ও প্রায় ১০০ জন এতিম শিশু-কিশোর উপস্থিত ছিলেন বিকেল থেকে শুরু হওয়া সান্ধ্যকালীন এ অনুষ্ঠানটিতে ৷
আনোয়ারার নবীন- প্রবীণ ইঞ্জিনিয়ারগণ ও কোমলমতি এতিম শিশু-কিশোরদের উপস্থিতিতে সেই সন্ধ্যা আলো-ঝলমলে এক পুরাতন দিনের নতুন উপস্থাপন হয়ে ধরা দেয় সবার মনে। ইঞ্জিনিয়ার মশিউর রহমান এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক ইঞ্জি. হাবিব উল্লাহ ।ইঞ্জি. রিয়াজুল আলম সুমন ও ইঞ্জি. নেজাম উদ্দীন এর যৌথ সঞ্চালনায় অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসি মোটরস এর ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম ডায়বেটিক হাসপাতালের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারার বিভিন্ন সামাজিক সংগঠনের কর্ণধার গণ ৷ ইঞ্জি.মোঃ ছলিম আল আনোয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে বক্তব্য পর্বের সূচনা করেন৷ এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জি. এম এ হান্নান, ইঞ্জি. ওসমান আলী , ইঞ্জি. এম এ জাফর৷ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ইঞ্জি. মোঃ জাহেদুল আলম, ইঞ্জি. ফোরকান উদ্দীন, ইঞ্জি. মাহবুবুল হাসান৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের এডমিন নীল জামশেদ, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামাল হোসেন, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি আলীনুর জেমস, বিজয় মোটরস এর সত্ত্বাধিকারী ইঞ্জি: জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে এমন আয়োজনের জন্য আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনকে ধন্যবাদ জানান এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন৷ অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী তার বক্তব্যে বলেন- আনোয়ারার আর্থ সামাজিক উন্নয়নে আনোয়ারার ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম৷ আনোয়ারাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন যথাযথ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করেন৷ তিনি আরো বলেন, সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে যে কোন সংগঠন তার অভিষ্ট লক্ষ্যে পৌছানো সহজ হয় ৷ এতিমদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন৷ বক্তব্যের পর শুরু হয় সদস্যদের হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশনা এবং রমজানের গুরত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা৷ আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার ওমর ফারুক৷
অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিব উল্লাহ তার সমাপনী বক্তব্য বলেন , আনোয়ারা পেশাজীবিদের এই সংগঠন আনোয়ারাকে একটি মডেল উপজেলাতে পরিণত করার মাষ্টার প্ল্যান নিয়ে কাজ করে যাচ্ছে ৷ তিনি আরো বলেন আনোয়ারার আর্থ সামাজিক উন্নয়নে আমরা বিভিন্ন কর্মসুচী নিয়ে এগিয়ে যাচ্ছি৷ তিনি এতদ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন৷ সবশেষে এতিম শিশু কিশোরদের নিয়ে একসাথে ইফতার করার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ