বাঁশখালীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালায় সিভিল সার্জন চট্টগ্রামকে অবৈধ ক্লিনিকমুক্ত করা হবে

মোহাম্মদ ছৈয়দুল আলম:
এমসিএইচ- সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকার ব্যবসস্থাপনায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক-অবহিতকরণ  কর্মশালা অনুষ্টিত হয়েছে।
চট্টগ্রামকে অবৈধ ক্লিনিকমুক্ত করার ঘোষণা দিয়েছেন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। কর্মশালায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগর ও জেলা মিলে ৫০৩টি বেসরকারি বৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার আছে। এর বাইরে থাকা অবৈধ ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা অভিযানে নামছি। আগামী এক মাসের মধ্যে প্রশাসনের সহযোগিতায় প্রথমে উপজেলায় অভিযান পরিচালনা করা হবে। এরপর শহরে নামব। চট্টগ্রামে সরকারের অনুমোদনের বাইরে একটিও অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার থাকতে পারবে না। ’

সভায় প্রধান অতিথি ছিলেন সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক যুগ্ম সচিব মুহাম্মদ নুরুল আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এমসি-আরএএইচ) ডা. মোহাম্মদ শরীফ, চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক ডা.  উ খ্যে উইন, গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতি বড়ুয়া ও ডা. ফরিদ আহমেদ চৌধুরী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ