নিয়তি

গাজী গোফরান

জীবনের লক্ষ্য, -- কাঙ্খিত স্বপ্ন
কে বা নাহি চায়, আস্থার প্রজ্ঞায় নিজেরে বিলায়
লভিবে সুখ সুনিশ্চয়।

অভিশাপে ভাগ্য সদা বৈচিত্র্যময়
জীবন সংসারে, চলনে-বচনে অহংকার পরিহারে
শান্তি প্রদীপ আঁধারে।

পরের দুঃখে মিছেমিছি ভর্ৎসনা
তৃপ্তি পাবে নাকো, সবার-ই আশীর্বাদে সিদ্ধি মেলে
ন্যায়ের পথে থেকো।

উন্নত জীবন ভবে কল্যাণে স্বস্তি 
থাকে অভিলাষ, নিজের স্বার্থের তরে পরের ক্ষতি
আপনার সর্বনাশ।

ভাগ্য-লিপন, - আছে কর্ম- সাধন
আঁকেন বিধাতায়, জন্মের শুভক্ষণে নিয়তির লিখন
জান হে সর্বদায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ