যুবলীগ নেতা মকছুদের অবদানে সড়কবাতি পেল চেচুরিয়াবাসী


মোহাম্মদ বেলাল উদ্দিন,বিএন প্যানেল রিপোর্টার:
বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকছুদের সহযোগিতায় চেচুরিয়া বাজারসহ পুরো চেচুরিয়া গ্রামে সড়কবাতি স্থাপন করা হয়েছে।সোলার প্যানেল সম্বলিত মোট ৫টি সড়কবাতি স্থাপন করা হয়েছে।বাতিগুলো চেচুরিয়া স্কুল গলি,মসজিদগলি,কাঁচা বাজারের সামনে,চৌরাস্তার মোড় ও বাজারের দক্ষিণ প্রান্তে বসানো হয়।
জানা গেছে,চেচুরিয়া গ্রামটি দীর্ঘদিন বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে নিমজ্জিত ছিল।সন্ধা নামলেই নেমে যেত অন্ধকার।।পরিস্থিতির শিকার হতেন ব্যবসায়ীরা।কিন্তু এখন আর অন্ধকারে থাকবে না।চেচুরিয়া বাজারের সড়কবাতিগুলো দেখে বেজায় খুশি বাজারের ব্যবসায়ীরা।বাজারটি টাউনে পরিণত হয়েছে।চোর-ডাকাতের উপদ্রপ থেকে রক্ষা পাবে ব্যবসায়ীরা।যুবলীগ নেতা মোঃ মকছুদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সোলার প্যানেল সম্বলিত সড়কবাতিগুলো বসানো হয়।গতকাল বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধন করেন। এব্যাপারে জানতে চাইলে বাঁশখালী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকছুদ বাঁশখালী নিউজকে বলেন,"চেচুরিয়া বাজারে ৫টি সোলার প্যানেল সম্বলিত সড়কবাতি স্থাপন করলাম।
বাতিগুলো সন্ধা নামলেই সয়ংক্রীয়ভাবে আপনা আপনি  জ্বলে ওঠবে।যত রাত ঘনিয়ে আসবে তত আলো বাড়বে।আবার ভোর হলে বাতিগুলো নিভে যাবে।চেচুরিয়ার বাজারের ব্যবসায়ীদের দুরবস্থা দেখে আমি এমপি মহোদয় বরাবর লিখিত আবেদন করি।এই আবেদনের পরিপ্রেক্ষিতে এমপি মহোদয় গতকাল এই সড়কবাতিগুলো স্থাপনের উদ্বোধন করেন।আমার জীবন বাকি সময়টুকু জনসেবার মধ্য দিয়ে কাটাতে সবার দোয়া চাই।"এদিকে চেচুরিয়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী জনগুরুত্বপূর্ণ একাজটি সম্পন্ন করার জন্য যুবলীগ নেতা মকছুদ আহমদকে অভিনন্দন জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ