এম শহীদ কবির জয়,
বাহারছড়া প্রতিনিধি।
মানবিক আবেদন,
আসুন মানবতার কাজে নিজেকে বিলীয়ে দিই..
আজকে হয়তো উনি, কাল আপনিও হতে পারেন উনার অবস্থানে...
" মানুষ মানুষের জন্য"
জীবন জীবনের জন্য। আসুন বৈদ্যুতিক শকে আক্রান্ত তামিম বদরুল অয়ন এর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনার সামান্যটুকু অনুদানেই সুস্থ হয়ে উঠতে পারে, বাঁচতে পারে একটি জীবন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়ন (৪ নং ওয়ার্ড) খানখানাবাদ আইডিয়াল হাই স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক মৃত মাস্টার বদরুল আলমের ছেলে,,আমাদের বন্ধু #আসিফ বদরুল অনিক এর ছোট ভাই "তামিম বদরুল অয়ন" বাচঁতে চায়। এদিকে পরিবারের আর্থিক সংকটের কারণে চিকিৎসা অনিশ্চিত।চিকিৎসকগণ জানিয়েছেন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে যা অসম্ভব। তাই অয়নের চিকিৎসার জন্য সকলের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন তার পরিবার।আসুন যার যেটুকু সামর্থ আছে তা দিয়েই তার পাশে দাঁড়াই। আল্লাহ তায়ালা ওর সুস্থতা দান করুন।
➤ অনুদান পাঠানোর জন্য- বিকাশ পারসোনাল: (01844-811280 আসিফ বদরুল অনিক রোগীর বড় ভাই)
1 মন্তব্যসমূহ
By showing you one card, the dealer allows you to make an informed estimate of the eventual outcome and play your playing cards accordingly. For most casinos, sellers are imagined to routinely stand if their first two playing cards equal to 17. Some casinos, however, allow their sellers to hit on 17. On the desk, it will say either H17, for hit on 17, or S17, for stand on 17. Below is attached a Basic Strategy graph for a recreation of 카지노사이트 blackjack utilizing 6 decks.
উত্তরমুছুন